Society for Amateur Astronomers of Bangladesh

পারসেইড উল্কাবৃষ্টি

Published by:

অনেক সময় গ্রহানু বা ধূমকেতুর অংশবিশেষ মাধ্যাকর্ষণের টানে পৃথিবীর দিকে ছুটে আসে। পৃথিবী ঐ বিচ্ছিন্ন টুকরোগুলোর মুখোমুখি হলে এরা বায়ুমণ্ডলের ঘর্ষণে রাতের আকাশকে আলোকিত করে তোলে। এদেরকে সাধারণত উল্কা বলা হয়। বছরের একটি নির্দিষ্ট সময়ে এই উল্কার আধিক্য থাকে তুলনা মূলক বেশি, একটি বিশেষ সময়ে আকাশের বিশেষ এক অঞ্চলে ঘন্টায় ১০ বা তদূর্ধ্ব উল্কাও দেখা যায়। একেই বলে উল্কাবৃষ্টি।

Continue reading

!!লেখা আহ্বান!!

Published by:

প্রিয় পাঠক, আপনাদের কাছ থেকে জ্যোতির্বিদ্যা বিষয়ক তথ্যসমৃদ্ধ লেখা আহ্বান করা যাচ্ছে। জ্যোতিপদার্থবিদ্যা, ব্যবহারিক জ্যোতির্বিজ্ঞান, পর্যবেক্ষণমূলক জ্যোতির্বিজ্ঞান অথবা জ্যোতির্বিজ্ঞানের সাম্প্রতিক খবরাখবর বা মজার তথ্য নিয়েও লেখা দিতে পারেন। লেখা অবশ্যই বাংলায় “অভ্র/ইউনিকোড ফন্ট” ব্যবহার করে মাইক্রোসফট ওয়ার্ড-এ লিখতে হবে। 

Continue reading

ডিপ স্পেস অবজেক্ট অবজারভেশনঃ গ্রহাণু “ভেস্ট্যা”

Published by:

গ্রহাণু বেল্টের দ্বিতীয় বৃহত্তম বস্তু ভেস্ট্যা। খালি চোখে সচরাচর দেখা যায় না। বর্তমানে ৭.২৬ উজ্জ্বলতায় সিটাস মন্ডলের deneb kitos Shemali –র খুব কাছাকাছি অবস্থান করায়, বাইনোকুলার বা ছোট টেলিস্কোপে সহজেই দেখা যাচ্ছে।২০ নভেম্বর শুক্রবার, আমরাও এই আকাশ বস্তু দেখি। ছবিও তোলা হয়েছিল। । নিচে একটি ছবি দেওয়া হলো।

Continue reading

The Inner Workings of Red Giant Stars

Published by:

Sunspot, filaments, plages, and flares — visible signs of the Sun’s magnetic field riddle its atmosphere. But divining magnetic activity inside the Sun is another matter entirely.

We can’t directly see the magnetic fields within stars, and that makes it difficult to connect a star’s visible tortured gas with the inner workings of its magnetic field. Everything from predicting the strength of the next solar cycle to describing stellar aging hinges on better understanding these fields.

Continue reading

Fundamentals of Time Dilation and Quantum Electrodynamics Confirmed

Published by:

Albert Einstein’s special theory of relativity and Quantum Electrodynamics (QED), which was formulated by Richard Feynman among others, are two important fundamentals of modern physics. In cooperation with colleagues from several international universities and institutes, a research group led by Professor Wilfried Nortershauser (Institute for Nuclear Physics at the Technische Universitat Darmstadt in Germany) re-examined these theories in experiments at the GSI Helmholtz Center for Heavy Ion Research. Even though they have been experimentally verified many times in the past and both have passed all the tests so far, these scientists wanted to explore any possible limits of the two theories.

Continue reading

আমি আকাশ দেখি (২য় পর্ব)

Published by:

মোহাম্মদ ফখরুল ইসলাম

এই লেখার প্রথম পর্ব দেখুন :
http://bit.do/nweU

pic1

খালি চোখে গ্রামের আকাশ হতে মিল্কিওয়ে গ্যালাক্সি, মাঝারি মানের ডিএসএলাআর ক্যামেরা দিয়ে তোলা ছবি

আমি আমার দুরবীন দিয়ে খুব ভালভাবেই এন্ড্রমিডা গ্যালাক্সিকে দেখে থাকি । আমাদের মিল্কিওয়ের প্রতিবেশী গ্যালাক্সির নাম এন্ড্রমিডা । এটিতে মিল্কিওয়ের থেকে বেশী তারা থাকে । (১ লিখে ১২ টা শুন্য দিলে যে সংখ্যা হয় তার সম পরিমান সূর্যের মতো নক্ষত্র নিয়ে একটা গ্যালাক্সি গঠিত হয় । আমরা যে গ্যালাক্সিতে বাস করছি তার নাম মিল্কিওয়ে । )

Continue reading